ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ডের ভাবনায় কুলদীপ যাদব। যাকে নিয়ে ইতোমধ্যেই হিসাব কষা শুরু হয়ে গেছে নিউজিল্যান্ড শিবিরের। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতীয় স্পিনারকে নিয়ে সতর্ক।
ভারতীয় দলের দুই স্পিনার কুলদীপ এবং যুজবেন্দ্র চাহালকে নিয়ে উইলিয়ামসন বলেন, ‘‘দু’জনেই খুব প্রতিভাবান বোলার। আইপিএলে খেলার অভিজ্ঞতা ওদের মানসিকতাকে আরও মজবুত করে তুলেছে। আমরা জানি ওরা খুব কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে আমাদের জন্য। তবে ছেলেরাও সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য মুখিয়ে আছে।’’
কুলদীপ নিয়ে যে নিউজিল্যান্ড শিবিরে বাড়তি ভাবনা আছে, তা পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের অধিনায়কের কথায়। তিনি বলেন, ‘‘বিশ্বে চায়নাম্যান বোলার বেশি নেই। তবে যে ক’জন আছে, তারা ভালই খেলছে। সাফল্য পাচ্ছে। কূলদীপের দক্ষতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল।’’
নিউজিল্যান্ড কোচ হেসন আবার মনে করেন, আইপিএলের অভিজ্ঞতা তার দলের ক্রিকেটারদের সাহায্য করবে কুলদীপকে সামলাতে। হেসন বলেন, ‘‘আইপিএলে আমাদের বেশ কয়েক জন ক্রিকেটার কুলদীপকে খেলেছে। এমনকী কুলদীপ যে টিমের খেলোয়াড়, সেই কলকাতা নাইট রাইডার্সেও নিউজিল্যান্ডের ক্রিকেটার ছিল। ফলে ওর সম্পর্কে খবরাখবর যা পাওয়ার তা আমরা পাচ্ছি।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর