বার্সেলোনা ছেড়েছেন নেইমার। আর তার এই ক্লাব ছাড়ার সঙ্গে নিজের বার্সেলোনা ছাড়ার মিল খুঁজে পাচ্ছেন ব্রাজিলের রোনালদো।
রোনালদো ১৯৯৬–৯৭ মৌশুমে ৩৭টা ম্যাচ খেলে ৩৪টা গোল করেছিলেন বার্সার জার্সিতে। রোনাল্ডো জানান, ‘নেইমার যেভাবে পিএসজি গেল, আমিও গেছিলাম ইন্টার। আসলে তখন ইতালি লিগে ইন্টারের দাপট ছিল প্রচণ্ডই। কেন ও ক্লাব বদলালো জানি না। মনে হয় বার্সা বোর্ডের সঙ্গে ঝামেলা হয়েছিল। আমার ক্ষেত্রেও তাইই হয়েছিল।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর