আসন্ন অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে আমন্ত্রণমূলক একাদশের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে আজ এ কথা বলা হয়েছে।
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে আজ শুরু হওয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচে জনসনকে খেলার প্রস্তাব দেয়া হয়েছিল। মূলত আসন্ন বিগ ব্যাশ লীগের (বিবিএল) প্রস্তুতি হিসেবে তাকে এ ম্যাচে খেলতে বলা হয়েছিল।
৩৬ বছর বয়সী বাঁ-হাতি এ পেসার ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো বিশ্বব্যাপী ঘরোয়া টি-২০ লীগ খেলছেন। অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ইংল্যান্ড। ব্রিজবেনে ২৩ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম