ভারতের হয়ে আর খেলতে দেখা যাবে না আশিস নেহরাকে। নিজের গোটা ক্যারিয়ারে ১২ বার নেহরার শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার হয়েছে। তাই নিয়েই তিনি খেলে গিয়েছেন মনের জোরে। দীর্ঘ এক সফল ক্যারিয়ার শেষ হওয়ার পরে স্বাভাবিক ভাবেই এখনও মনখারাপ ক্রিকেটপ্রেমীদের।
নেহরার অবসরের পর তার সতীর্থরাও নেহরাকে নিয়ে অজানা সব গল্প বলে চলেছেন সংবাদমাধ্যমের কাছে। এর মধ্যে ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি রসিকতার আশ্রয়ে ফুটিয়ে তুললেন আসল আশিস নেহরাকে। এই নেহরাকে অনেকেই চেনেন না। চোট আঘাতের লাল চোখ উপেক্ষা করে বাঁ হাতি পেসার কেন সফল, তার কারণ জানিয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক।
সৌরভ জানান, "ফিজিওর কাছে নেহরা কতটা সময় ব্যয় করেছেন। ফিজিওর কাছে টিপস নিয়ে এবং অনুশীলন করেই নিজের ফিটনেস ধরে রেখেছিলেন নেহরা। না হলে তার পক্ষে মাঠে ফেরা সম্ভবই ছিল না। আমার মনে হয় নেহরার বেস্ট ফ্রেন্ড ছিল ফিজিও। নিজের স্ত্রীর থেকেও বেশি সময় নেহরা কাটিয়েছে ফিজিওর সঙ্গে।"
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের স্পেল করেছিলেন নেহরা। সেই ম্যাচের প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘‘নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে পা পিছলে পড়ে গিয়েছিল নেহরা। গোড়ালি ফুলে যায়। তার পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা ছিল আমাদের। আমাকে বলেছিল, আমাকে দলে রেখো। আমি তোমার জন্যই দৌড়াব।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর