কলিন মুনরোর ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয় পেল সফরকারী নিউজিল্যান্ড। সিরিজে ঘুরে দাঁড়ালো কিউইরা।
রাজকোটে প্রথমে ব্যাট করতে নেমে কলিন মুনরোর ঝড়ো সেঞ্চুরিতে ১৯৬ রান তুলে নিউজিল্যান্ড। মাত্র ৫৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি উদযাপন করেন ত্রিশ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান মুনরো। তার ১০৯ রানের (৫৮ বল) অপরাজিত ইনিংসে ছিল ৭টি চার ও ৭টি ছক্কার মার। জবাবে সাত উইকেট হারিয়ে ১৫৬ রান করতে সমর্থ হয় টিম ইন্ডিয়া। ফলে ৪০ রানের জয়ে সিরিজে সমতায় ফিরলো সফরকারীরা।
মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অলিখিত ফাইনাল। এর আগে গত বুধবার প্রথম ম্যাচে ২০৩ রান তাড়া করতে নেমে ৫৩ রানে হার মানে ব্ল্যাক ক্যাপসরা।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্যে ৬৭ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিক শিবির। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ওপেনার শিখর ধাওয়ান (১) ও রোহিত শর্মাকে (৫) সাজঘরে পাঠান ট্রেন্ট বোল্ট।
অধিনায়ক বিরাট কোহলির ৪২ বলে ৬৫ ও মহেন্দ্র সিং ধোনির ৩৭ বলের ৪৯ রানের ইনিংস কেবল হারের ব্যবধানটাই কমাতে পেরেছে। শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে আসে ২৩। একাই চারটি উইকেট দখল করেন বোল্ট। একটি করে নেন ব্যাট হাতে ঝড় তোলা মুনরো, দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ শোধি।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান