ভারত অধিনায়ক বিরাট কোহলির অন্যতম বিশ্বস্ত সৈনিক তিনি। সংবাদমাধ্যমের সামনেই একাধিকবার বিরাট নিজ মুখেই প্রশংসা করেছেন হার্দিক পাণ্ডের। কিন্তু এবার সেই পাণ্ডে সম্পর্কে এমন একটি তথ্য বিরাট ফাঁস করলেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে হাসির রোল পড়ে গেছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা কী ধরনের গান পছন্দ করেন এমন প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে মূলত পাঞ্জাবি গানই বাজে। বেশিরভাগ ক্রিকেটারই সঙ্গে আইপড রাখে না। তবে পাণ্ডের কাছে একটি আইপড রয়েছে। আর সেখানে শুধু ইংরেজি গান রয়েছে। তবে ইংরেজি গান শুনলেও জিজ্ঞাসা করলে একটি গানের পাঁচটি শব্দও ঠিকমতো বলতে পারবে না। ও গানের বিটগুলিই শোনে। আর ওর জিনিসটিতেই আমরা মাঝেমধ্যে খুব বিরক্ত হয়ে পড়ি।’
এরপর পাণ্ডেকে ট্রোল করে বিরাট জানান, ‘দলের মধ্যে সবচেয়ে মজাদার খেলোয়াড় হার্দিক। কিন্তু মাঝেমধ্যেই ও যেন কোথায় হারিয়ে যায়। এরকম আমি আর কাউকে দেখিনি। সে কাউকে কিছু বলার আগে একটুও ভাবে না। একবার রবিচন্দ্রন অশ্বিনকে ডাকতে গিয়ে বলে ফেলেছিল রবিকাশ্যপ অশ্বিন। খোলা মনের হলেও নিজের কথার ওপর তার কোনও নিয়ন্ত্রণ নেই।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর