বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জার্সি নম্বর সবসময় ৭৫। তেমনি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ২।তারকা কিক্রেটাররা তাদের জার্সি নম্বরটাকেই ব্রান্ড বানিয়ে ফেলেন। মাশরাফি-সাকিবদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ২ নম্বর জার্সিতে মাঠে নামেন মাশরাফি।
কিন্তু তা হঠাৎ বদলে গেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসরের প্রথম দিনেই। ম্যাশের অধিনায়কত্বে এ আসরে দুরন্ত সূচনা হয়েছে রংপুর রাইডার্সের। প্রতিপক্ষ রাজশাহী কিংসের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। কিন্তু শুরুতেই চমক জাগিয়েছে মাশরাফির ০ নম্বরের জার্সি।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৭/ফারজানা