রিয়েল মাদ্রিদের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি উচ্ছ্বাস প্রকাশ করায় স্বামীর হাতে নির্যাতিত এক সৌদি নারী বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন জানিয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে ২০ বছর বয়সী এ নারী জয়োল্লাস করেন। এতে শারীরিকভাবে এবং মৌখিকভাবে তার স্বামীর দ্বারা নির্যাতিত হন তিনি।
রিয়েল মাদ্রিদের জয়ে স্ত্রী জয়সূচক চিৎকার ও লাফ দেয়াকে মেনে নিতে পারেননি বার্সেলোনার ভক্ত স্বামী। নিজের দল হেরে যাওয়ায় এ সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।
ওই নারীর এক বন্ধু সৌদি সংবাদমাধ্যম আজেলকে জানান, পর্তুগীজ তারকা রোনালদোর নাম উচ্চারণ করে স্বামীর সামনে উল্লাস করলে স্বামী দ্বারা নিগৃহীত হন তিনি।
ওই নারী জানান, নিজের দল হেরে যাওয়ায় অভিযুক্ত স্বামী ক্ষুব্ধ ছিলেন। সেইসাথে স্ত্রীর উল্লাস মেনে নিতে না পেরে প্রথমে তাকে মৌখিকভাবে অপমান করেন এরপর মারাত্মকভাবে মারধর করেন।
জানা যায়, এ ঘটনার পর সৌদি নারীটি তার বাবা-মার বাড়িতে চলে আসেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিবাহ বিচ্ছেদ জন্য আবেদন দাখিল করেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। অনেকেই সৌদি পুরুষটিকে অসুস্থ বলে উল্লেখ করেন একই সাথে তার সাথে বিবাহ বিচ্ছেদ করার জন্য নারীর প্রতি সাধুবাদ জানান।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৭/আরাফাত