ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজের আগেই ইংলিশ ব্যাটসম্যানদের দারুণ এক সতর্কবার্তা ছুঁড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ঘরোয়া শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন এ অজি তারকা পেসার।
সিডনির হার্স্টভিল ওভালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেষ তিনটি উইকেট পরপর তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন অস্ট্রেলিয়ান এ তারকা পেসার। ৬৭তম ওভারে পরপর তিন বলে তিনি একে একে জেসন বেয়ার্নডর্ফ, ডেভিড মুডি ও সাইমন ম্যাকিনকে সাঝঘরে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।
তবে স্টার্ক ছাড়াও দুর্দান্ত ফর্মে রয়েছে আরেক তারকা পেসার জোস হ্যাজেলউড। আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/আরাফাত