নারী সেজে দীর্ঘক্ষণ ম্যাচ দেখেছেন থাইল্যান্ডের নারী দলের কোচ। কখনও মাথায় হিজাব পরে, কখনও আবার তোয়ালে জড়িয়ে। আর এই খবরেই নড়চড়ে বসেছে ইরানের কাবাডি ফেডারেশন। রীতিমতো তুলোধোনা করা হয়েছে সেই কোচকে।
নিয়মানুযায়ী এখনও ইরানের নারীদের কোনও খেলা চলাকালীন সেখানে উপস্থিত থাকতে পারেন না পুরুষরা। এমনকী সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত কেউ কিংবা অংশগ্রহণকারী দলের কোচ হলেও তাকে বাইরেই থাকতে হয়। আর বুধবার গোরগানে ইরান বনাম থাইল্যান্ডের ম্যাচেও জারি ছিল সেই নির্দেশ।
কিন্তু থাইল্যান্ডের মহিলা দলের কোচ সেই নির্দেশ অমান্য করেই উপস্থিত হন স্টেডিয়ামে। আর এজন্য মাথায় হিজাব পরে মহিলার সাজে তিনি সেখানে গিয়েছিলেন। এমনকী একবার কালো হিজাবের পরিবর্তে মাথায় তোয়ালে পেঁচিয়েও রাখতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ পেতেই ক্ষোভ প্রকাশ করে ইরানের কাবাডি ফেডারেশন।
ঘটনার ছবি প্রকাশ্যে আসার পর ইরানের মিডিয়া জানায়, তাই স্পোর্টস কিট পরে থাকা সেই ব্যক্তি আসলে থাইল্যান্ড দলের কোচ। এরপরই একটি বিবৃতি প্রকাশ করে ইরানিয়ান ফেডারেশন জানায়, গোটা ঘটনাটি অসমর্থনীয় এবং সেই ব্যক্তি আয়োজক দেশের নিয়ম ভেঙেছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর