২০২০ সালের জুন পর্যন্ত ম্যানচেস্টার সিটিতেই থাকবেন দাভিদ সিলভা। এজন্য ক্লাবটির সঙ্গে সঙ্গে চুক্তি এক বছর বাড়িয়েছেন এই মিডফিল্ডার।
স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ জেতার পর ভালেন্সিয়া থেকে সিটিতে নাম লেখান সিলভা। ক্লাবটির হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা। এছাড়া তার অর্জনের ঝুলিতে আছে দুটি লিগ কাপ ও একটি এফএ কাপ।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে সিটি এখন পর্যন্ত ১৪ ম্যাচের একটিতেও হারেনি। এর মধ্যে ১৩ ম্যাচ জিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৮ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে আছে পেপ গুয়ার্দিওলার দল। আর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে তারা।
সিটির এমন দুর্দান্ত পথ চলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সিলভা। প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৮টি গোল করিয়েছেন তিনি।
সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩২৪ ম্যাচ খেলা সিলভা গোল করেছেন ৫২টি। ২০১০ সালে সিটিতে এই খেলোয়াড়ের অভিষেক হওয়ার পর কেউ তার চেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম