কিউই পেসার নিল ওয়াগনারের দাপটে বেসামাল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েলিংটনে প্রথম টেস্টে ক্যারিবিয়ান ব্যাটিংকে একাই ধসিয়ে দিলেন কিউয়ি এই পেসার। ৭ উইকেট পেয়েছেন তিনি ৩৯ রানের বিনিময়ে। ওয়েস্ট ইন্ডিজের ১৩৪ রানের জবাবে প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের রান ৮৫রান ২ উইকেট হারিয়ে।
ইনিংসের শুরুটা কিন্তু ভালই করেছিল ক্যারিবিয়ানরা। ওপেনিং জুটিতে ৫৯ রান তুলে ফেলেছিলেন ক্রেগ ব্রেথওয়েট (২৪) ও কিয়েরন পাওয়েল (৪২)। এরপরই ওয়াগনারের ঝড় শুরু। ব্রেথওয়েটকে ফেরানোর সঙ্গে সঙ্গেই ক্যারিবিয়ান ইনিংসে ভাঙনের শুরু। যা রুখতে পারেননি কোনও ব্যাটসম্যান। ট্রেন্ট বোল্ট নিয়েছেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও ২ উইকেট হারিয়েছে। টম ল্যাথাম (৩৭) ও অধিনায়ক কেন উইলিয়ামসন (১) রান করে ফিরে গিয়েছেন সাজঘরে। উইকেটে আছেন জিত রাভাল (২৯) ও রস টেলর (১২)।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর