দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়ের পরই অভিনব 'সেলফি ইন্টারভিউ'-এ মাতলেন পোর্ট এলিজাবেথ ম্যাচ জয়ের নায়ক-অধিনায়ক। রোহিত শর্মা ও বিরাট কোহলির সেই ভিডিও আপলোড করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে। এই সময়'র প্রতিবেদনের সেই কথোপকথন নীচে তুলে দেওয়া হল-
রোহিত: বন্ধুরা ২৫ বছর পর এটা একটা দারুণ ম্যাচ আর সিরিজ জয়। দক্ষিণ আফ্রিকায় এসে এই সিরিজ জয় দুর্দান্ত অনুভূতি। দেখে নেওয়া যাক ক্যাপ্টেনের এ ব্যাপারে কী প্রতিক্রিয়া। ক্যাপ্টেন, ২৫ বছর পর এই সিরিজ জয়ের অনুভূতি তোমার কাছে কেমন ?
বিরাট: এক কথায় অসাধারণ। আজ (মঙ্গলবার ) ম্যাচে রোহিত আউটস্ট্যান্ডিং। ২৫ বছর পর সবাই মিলে এ রকম ইতিহাস গড়াটা দারুণ অনুভূতি। এটা পুরো টিমের সম্মিলিত চেষ্টার ফসল। ড্রেসিংরুমে সবাই গর্বিত। সত্যি বলতে আমরা সবাই এই কীর্তিটা ছোঁয়ার জন্য মরিয়া ছিলাম। তাই এখন খুব ভালো লাগছে।
রোহিত: আমরা সবাই জানতাম, দক্ষিণ আফ্রিকায় এসে সিরিজ জেতা মোটেও সহজ ব্যাপার নয়। আমার ব্যক্তিগত ধারণা, পুরো টিম চাপটা খুব ভালো ভাবে সামলেছি। এবার আমার প্রশ্ন বিরাটকে, ও কি ভাবছে যে, আমরা কি সত্যিই ভালো করতে পেরেছি?
বিরাট : প্রত্যেক ম্যাচেই কেউ না কেউ টিমের হাল ধরেছে৷ দু’জন স্পিনার যে ভাবে বোলিং করেছে, সেটা অসাধারণ। আসলে সবাইকেই সব ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে। আমার মনে হয় , এটাই এই সিরিজে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ আফ্রিকায় ৪ -১ সিরিজ জেতা মোটেও সহজ ছিল না। এখানে আর আগে দু’বার আমরা সিরিজ খেলেছি। তাই জানি খেলাটা কতটা কঠিন। তারপর তুমি জানো, সবাই মানে ক্রিকেটাররা আর টিম ম্যানেজমেন্ট মিলে কী ভাবে এফোর্ট দিয়েছি। সব মিলিয়ে এখন আমরা সবাই গর্বিত।
বিডি প্রতিদিন/এ মজুমদার