পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে পেশোয়ার জালমিকে এনে দিলেন দুরন্ত সূচনা।
শনিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩৯ রান করেছেন তামিম। বল খেলেছেন ২৯টি। তার ইনিংসে ২টি ছক্কা ও ২টি চারের মার ছিল।
পাকিস্তানি ওপেনার কামরান আকমলকে নিয়ে প্রথমে একটু রয়েসয়ে খেলে পেশোয়ারকে ৬৯ রানের দুরন্ত সূচনা এনে দেন তামিম। কামরান ৩২ বলে ৫৩ রান করে ফিরলে ক্যারিবীয় ব্যাটসম্যান ডোয়াইন স্মিথকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন টাইগার ব্যাটসম্যান।
পরে আন্দ্রে রাসেলের বলে শাদাব খানের হাতে ধরা পরলে থামে তামিমের ইনিংস। এর কিছুক্ষণ পরে ২১ বলে ৩০ রান করে ফিরেছেন স্মিথও।
শুরুটা ঝড়ের গতিতে হলেও শেষটা ভাল হয়নি জালমির। প্রথম ১০ ওভারে এক উইকেটে ১০০’র বেশি রান তুললেও শেষ ১০ ওভারে ব্যাটে তেমন একটা ঝড় তুলতে পারেননি তাদের ব্যাটসম্যানরা। শেষ দিকে মোহাম্মদ হাফিজ (৩০) ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান উল্লেখ করার মত রান করতে পারেননি। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থামে জালমির ইনিংস।
বিডিপ্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান