পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম ম্যাচে ম্লান থাকলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই নিজেকে মেলে ধরেছেন তামিম ইকবাল। সেই সাথে আসরের চতুর্থ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৩৪ রানে হারিয়েছে তার দল পেশোয়ার জালমি।
এদিন দুবাইয়ে আগে ব্যাট করে শুরুটা দারুণ পেশোয়ার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে তারা। যেখানে উদ্বোধনী জুটিতে কামরান আকমলের সঙ্গে দুর্দান্তই করেন তামিম ইকবাল। তারা ৬৯ রান যোগ করেন। বাংলাদেশি ড্যাশিং ওপেনার তামিম ২৯ বলে দুই চার ও সমান ছক্কায় ৩৯ রান করেন। আর ৩২ বলে ৭টি চার ও ৩ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৩ করেন কামরান।
এদিকে, ১৭৭ রানে লক্ষ্যে খেলতে নেমে খেই হারিয়ে ফেলে ইসলামাবাদ। উমাইদ আসিফ ও ইবতিসাম শেখের বলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। শেষ দিকে অলরাউন্ডার ফাহিম আশরাফের ৫৪ রানের কল্যাণে শুধু ব্যবধানই কমাতে পারে ইসলামাবাদ। ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করে তারা।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ