গত জানুয়ারিতেই দু'জনের 'দ্বন্দ্ব' প্রকাশ্য এনেছিল মিডিয়া। হোসে মৌরিনহো এবং অ্যান্তোনিও কন্তে। বিশ্ব ফুটবলের দুই হাই-প্রোফাইল কোচের লড়াই দেখতে আগ্রহী ছিল গোটা ফুটবল দুনিয়াই।
রবিবার রাতে প্রিমিয়ার লিগে চেলসি বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই শুধু আগামী বছর চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াই ছিল না। লড়াই ছিল দুই কোচেরও।
খেলা শুরুর আগেই ম্যাচের উত্তাপ কমানোর প্রয়াস নেন মৌরিনহো। কন্তেকে খুঁজে বের করে হাত মেলান।
তার হয়ে বাকি কাজটা করে দেন বেলজিয়ান তারকা লুকাকু। নিজে একটি গোল করলেন, একটি গোল করালেন। ৯০ মিনিট মাঠে ফুল হয়ে ফুটে রইলেন তিনি। যদিও খেলার ৩২ মিনিটে এগিয়ে গিয়েছিল চেলসি। গোল করেন সেই উইলিয়ান।
কিছুক্ষণ পরেই ম্যাচের ৩৯ মিনিটে গোল করেন খেলায় সমতা ফেরান লুকাকু। দ্বিতীয়ার্ধে, খেলার ৭৫ মিনিটে তার সেন্টারে মাথা ছুঁইয়েই ম্যান ইউ-কে জয় এনে দেন লিংগার্ড।
এই ম্যাচের পর দুই নম্বরে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম চারের নিচে চলে গেল চেলসি। কারণ এদিনই ক্রিস্টাল প্যআলেসকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত