পাকিস্তানের কোচ মিকি আর্থার মনে করেন, সরফরাজ আহমেদ তিন ফরম্যাটেই পাকিস্তান ক্রিকেটের নেতৃত্ব দেয়ার সঠিক ব্যক্তি। তবে সরফরাজের প্রতি বিশেষ যত্ন ও পাকিস্তান ক্রিকেটের মঙ্গলের জন্য কখনো কখনো তাকে বিশ্রামে রাখতে হবে বলেও উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
এ ব্যাপারে স্থানীয় পাকপ্যাসন ডট নেটকে দেয়া সাক্ষাৎকারে আর্থার বলেন, ‘আমার মতে সরফরাজ তিন ফরম্যাটেই পাকিস্তান ক্রিকেটের নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি। তিনি দৃষ্টান্ত স্থাপন করে দলকে নেতৃত্ব দিচ্ছেন। এটি খুবই ভালো দিক। এখন আমাদের যা দরকার, তা হচ্ছে দীর্ঘ বিদেশ সফরের পর তাকে কিছুটা বিশ্রাম দেয়া, যাতে তিনি নতুন করে শুরু করতে পারেন। তিনি কোন রকম সমস্যা ছাড়াই তিন ফর্মেটের ক্রিকেটে নেতৃত্ব দেয়ার যোগ্য।’
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ