দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ব্যর্থতায় বিন্দুমাত্র চিন্তিত নন৷ বরং পরবর্তী ওয়ানডে ও টি-২০ সিরিজ জয়ের সাফল্যে উৎসাহিত টিম ইন্ডিয়ার তারকা পেসার ভুবনেশ্বর কুমার৷ দক্ষিণ আফ্রিকা সফরের সাফল্যের পর ভারতীয় দল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো কঠিন সফরের মহড়া নিতে প্রস্তুত বলে জানালেন ভুবি৷
দক্ষিণ আফ্রিকায় ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর ভারত ছয় ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় লাভ করে ৫-১ এর একতরফা আধিপত্যে৷ শেষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের টি-২০ সিরিজ নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া৷ ওয়ানডে ও টি-২০ সিরিজে ভারতের দাপট নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই৷ তবে টেস্টেও যে তারা খুব একটা খারাপ খেলেছেন, এমনটা মেনে নিজে রাজি নন ভুবনেশ্বর৷
ভুবি বলেন, ‘আমরা চমকপ্রদ কিছুর আশা কখনই করিনি৷ বরং সফরে দু’টি সিরিজ জিতে আমরা খুশি৷ আশা করি পরের বার তিনটি সিরিজই জিততে পারব এখানে৷’
তিনি আরও জানান, ‘সফরটা অসাধারণ কাটল৷ শেষ ম্যাচে জয়টাই বাকি সফরের জন্য আমাদের আত্মবিশ্বাস জোগায়৷ গোটা সফরে যেরকম ক্রিকেট খেলেছি, তাতে আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী৷ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় গিয়ে ভাল কিছু করে দেখানোর জন্য আমরা তৈরি৷’
বিডি প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর