দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের সিরিজে জাতীয় পতাকার লোগো লাগানো হেলমেট পড়েই খেলতে নেমেছিল কোহলি-রোহিত-ধাওয়ানরা। টি-টোয়েন্টিতে জাতীয় পতাকার লোগো দেওয়া হেলমেট পড়েছিলেন রায়না-দীনেশরাও। কিন্তু দলের সাবেক অধিনায়ক, দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ধোনির মাথার হেলমেটে ছিল না সেই লোগো।
দৃশ্যটা একদিনের নয়, বহুদিন ধরেই হেলমেটে কোনও জাতীয় পতাকার লোগো ব্যবহার করেন না ধোনি। কারণটা অনেকের কাছেই অজানা। অথচ ২০১১ বিশ্বকাপের ফাইনালের ভিডিওতে চোখ রাখলে স্পষ্ট দেখা যাবে ব্যাট হাঁকিয়ে ছয়ে মেরে বিশ্বকাপ জেতানোর মুহূর্তেও ধোনির মাথার হেলমেটে সেই লোগো জ্বলজ্বল করছে।
তবে সেই কৌতূহল মেটানোর কোন মাথাব্যথা নেই ধোনির। তবে ঘনিষ্ঠমহলে ধোনি জানিয়েছেন, এর পেছনের আসল কারণ। মাঠে কিপিং করার সময় বহুক্ষেত্রে মাথার হেলমেট খুলে তা মাটিতে রেখে দেওয়ার চল রয়েছে উইকেটকিপারদের। স্পিনাররা বল করার সময় ধোনিও এমনটা করে থাকেন। সেক্ষেত্রে মাটিতে অবহেলায় পড়ে থাকে হেলমেট।
এভাবে জাতীয় পতাকা আঁকা হেলমেট মাটিতে ফেলে রাখা মানে অপমান করা হয়ে দেশকে। এই জন্যই বহুদিন ধরে জাতীয় পতাকার লোগো আঁকা হেলমেট ব্যবহার করেন না সাবেক এই ভারত অধিনায়ক। ধোনির নিজ দেশপ্রেমের এই নতুন এই দৃষ্টান্ত প্রশংসিত হয়েছে সর্বমহলে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর