১৯৬২ সালে ২১ বছর বয়সে ভারতের জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন নবাব মনসুর আলি খান পতৌদি। তার কনিষ্ঠ অধিনায়কের রের্কড অক্ষুন্ন ছিল ২০০৪ সালে জিম্বাবোয়ের টাইবু (২০ বছরে বয়সে) অধিনায়ক হওয়ার আগ পর্যন্ত। কিন্তু এবার সবাইকে ছাপিয়ে গিয়ে ১৯ বছরেই জাতীয় দলের অধিনায়কত্ব সামলাতে চলেছেন আফগান তরুণ রশিদ খান।
এই মুর্হূতে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি দু’টি ফর্মাটেই বোলারদের ব়্যাকিংয়ে ১ নম্বরে রয়েছেন আফগানিস্তানের ডানহাতি লেগস্পিনার রশিদ খান। সবচেয়ে কম বয়সে আইসিসির বোলারদের ব়্যাকিংয়ের সবার ওপরে ওঠার কৃতিত্বও এই আফগান তরুণের ঝুলিতে রয়েছে।
আফগান জাতীয় দলের বর্তমান অধিনায়ক হলেন ডানহাতি ব্যাটসম্যান আসগার স্ট্যানিকজাই। অ্যাপেনডিক্স ধরা পড়ায় চিকিৎসার জন্য ১০ দিন বাইশগজের বাইরে থাকতে হবে তাকে। এই সময়ই জাতীয় দলের অধিনায়কত্ব সামলাবেন সহ-অধিনায়কের দায়িত্বেও থাকা আফগান বোলিং সেনসেশন রশিদ খান।
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৩৭ টি ওয়ানডে ম্যাচ খেলে ৮৬টি উইকেট তুলে নিয়েছেন রাসিদ। ২৯ টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ৪৭ উইকেট।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর