বিশ্বের তাবড় তাবড় বোলারদের সামনে ব্যাট হাতে হার না মানা মনোভাব নিয়ে দাঁড়িয়ে থাকতেন ভারতের সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। তাই তার নাম হয়েছিল 'দ্য ওয়াল'। এবার সেই রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধানমন্ত্রী করার দাবিতে সরব টুইটার।
দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় অনূর্ধ্ব উনিশ দল এবার বিশ্বকাপ জেতে। জয়ের পর বিসিসিআই পুরস্কার মূল্য ঘোষণা করে। রাহুল দ্রাবিড়কে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কথা বললেও অন্য সাপোর্ট স্টাফদের কুড়ি লক্ষ টাকা দেবে বলে ঠিক করে বোর্ড। কিন্তু রাহুল বেঁকে বসেন। দাবি জানান প্রত্যেককে সমান টাকা দেওয়া হোক।
বিসিসিআই সেটা মেনে নিলেও চূড়ান্ত অভব্যতা দেখিয়ে দ্রাবিড়ের টাকা কমিয়ে দিয়ে সব কোচেদের পঁচিশ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই টুইট করে বি টাউনের প্রখ্যাত সুরকার বিশাল দাদলানি দাবি করেন রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধানমন্ত্রী করার।
তিনি বলেন, এটা হাস্যকর মনে হলেও তার মনে হয় এরকম ব্যক্তিকেই প্রধানমন্ত্রী করা উচিত। অবাক কান্ড দাদলানির টুইট দেখে প্রচুর মানুষ তাকে সমর্থন করে রিটুইট করেন। আসলে দ্য ওয়ালের প্রতিবাদ সমাদৃত হচ্ছে সব মহলেই।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর