বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ৩৬তম ম্যাচে মাইশুকুরের ব্যাটিং নৈপুণ্যে শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। ৬৭ রানে ৪ উইকেট খুইয়ে ধুকতে থাকা শাইনপুকুরকে অসাধারণ ব্যাটিংয়ে ২৮৮ রানের সংগ্রহ এনে দেন শুভাগত হোম। পঞ্চম উইকেট জুটিতে আফিফ হোসেনের সঙ্গে ১৪৩ রানের জুটি উপহার দেন দুজনে । শুভাগত ৯৮ বলের মোকাবেলায় ১২টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারিতে ১১৬ রানের দৃষ্টিনন্দন একটি ইনিংস খেলেন। আর আফিফের সংগ্রহ ছিল ৬৮ রান।
অপরদিকে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৬৮ রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেন সোহরাওয়ার্দী শুভ। সতীর্থ খালেদ আহমেদ ৫৭ রানে নেন দুই উইকেট।
জবাবে ২৮৮ রান তাড়া করতে নেমে ওপেনার মাইশুকুরের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন।মাইশুকুর ১০৭ বলের মোকাবেলায় ছয়টি চার ও তিনটি ছক্কার মারে ৮৮ রান সংগ্রহ করে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া সতীর্থ দেবব্রত দাস মারমুখি ব্যাট চালিয়ে দলীয় সংগ্রহশালায় যোগ করেন ৬০ বলে ৭৫ রান। সবশেষে ইয়াসির আলীর অপরাজিত ৪৫ রান ও নাজমুস সাদাতের অপরাজিত ৮ রানে জয় নিশ্চিত হয় ব্রাদার্সের। শাইনপুকুরের হয়ে ৪৯ রানে দুই উইকেট নেন রায়হান উদ্দিন।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান