বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম একজন খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে যেকোনো বোলারের জন্য আতঙ্ক তিনি। সুযোগ পেলে জাতীয় দলের নেতৃত্বেও কাজ করছেন তিনি, বর্তমানে সহ-অধিনায়কে দায়েত্বে রয়েছেন এই তারকা। তবে ওয়ার্নারের চোখ রাজনীতির মাঠে! না, এখনই নয়, অবসরের পর এমন চিন্তা-ভাবনা করবেন বাঁহাতি এই ওপেনার।
এ ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাতকারে ওয়ার্নার বলেন, ‘অবসরের পর, অন্য কিছু করতে আমার সমস্যা হবে না। সেটা রাজনীতি হলেও নয়।’
দায়িত্ব নিয়ে কাজ করার অভ্যাস ওয়ার্নারের ছোট বেলা থেকেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই আমি কাজের পরিবেশের মধ্যে ছিলাম। আমি ছোট থাকতে আমার ভাইয়ের সঙ্গে ঘরের কাজ ভাগাভাগি করে নিতাম। আমার বাবা-মা বাইরে কাজ করতেন। ফলে ঘরের সব কিছুই আমাদের দেখাশুনা করতে হতো। আর দেশের জন্য কাজ করার সুযোগ পেলে সেটা গ্রহণ করবো।’
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ