ক্রিকেটমহলে যুবরাজ সিংকে নিয়ে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তার অবসর নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। তবে এ ব্যাপারে এবার নিজেই মুখ খুললেন বাঁহাতি এই অলরাউন্ডার। জানিয়ে দিলেন, ২০১৯ পর্যন্ত ক্রিকেট খেলে তার পর অবসরের কথা ভাববেন তিনি।
সামনেই আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যুবরাজের চোখ এখন আইপিএলের দিকেই। যুবি বললেন, ‘‘আমি আইপিএলে ভাল খেলার জন্য মুখিয়ে রয়েছি। আইপিএল আমার জন্য গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টেই স্থির করে দেবে, আমি ২০১৯ পর্যন্ত খেলব কি না। ক্রিকেটের যে পর্যায়েই হোক না কেন, আমি ২০১৯ সাল পর্যন্ত খেলতে চাই। তার পর অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেব।’’
মৃত্যুঞ্জয়ী যুবরাজ বলছেন, ‘‘আমার কেরিয়ারের প্রথম ৬-৭ বছরে টেস্ট দলে বিশেষ সুযোগ পাইনি। কারণ, তখন দলে একাধিক ভাল ক্রিকেটার ছিলেন। পরে যখন সুযোগ পেলাম, তখনই আমার ক্যানসার ধরা পড়ল। তাই সারাজীবন আফসোস থাকবে।’’
উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবি এখন আর জাতীয় দলে নিয়মিত নন। ২০১৭ সালের জুন মাসে শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপে যুবরাজের দলে জায়গা পাওয়া কঠিন।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ