কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে সৌরভ গাঙ্গুলীর আত্মজীবনী 'এ সেঞ্চুরি ইজ নট এনাফ'। যেখানে তিনি উল্লেখ করেছেন মাঝরাতে তাকে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ফোন করেছিলাম। এবারও বৈরী প্রতিবেশী দেশটিকে সুন্দর দেশ বলে অবিহিত করেছেন তিনি। শুধু তাই নয়, খাবার-দাবার, আতিথেয়তা, উদারতা দুর্দান্ত বলেও দাবি করেছেন সৌরভ। আত্মজীবনী প্রকাশ করার পর সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান নিয়ে এভাবেই প্রশংসা করেন টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, ‘পাকিস্তান মনোরম দেশ। এটা একদিকে যেমন সুন্দর, তেমনই আবার রুক্ষ। যেমন কঠোর, তেমনই কোমল। পাকিস্তানের মানুষ এত ভাল ব্যবহার করবেন, এটা ভাবতেই পারিনি। যেরকম খাবার-দাবার, আতিথেয়তা, উদারতা পেয়েছি, সেটা দুর্দান্ত। পাকিস্তান অসাধারণ দেশ।’
পাকিস্তানে গিয়ে খেলা কতটা চাপের? এই প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, ‘পাকিস্তান দল ভাল ছিল। তাই খেলা সবসময় চাপের ছিল।’ পাকিস্তানের শহরগুলির মধ্যে রাজধানী ইসলামাবাদের বিশেষ প্রশংসা করেছেন সৌরভ।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৮/মাহবুব