ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ব্যাটে প্রথম দিনের শেষে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া৷ প্রথম সেশনে প্রোটিয়া পেসারদের সামনে এক সময় ৯৫ রানে তিন উইকেট খুইয়ে ধুঁকতে শুরু করে অজিরা৷ সেখান থেকেই অধিনায়ক ও সহ অধিনায়কের চওড়া ব্যাটে ভর করে ২০০ রানের গণ্ডি পার করে সফরকারী দল৷
দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছে স্মিথরা৷দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ফিল্যান্ডার ও মহারাজ৷ একটি উইকেট ঝুলিতে পুরেছেন রাবাদা৷
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া৷ শুরুতেই অবশ্য ফিল্যান্ডার-রাবাদার পেস আক্রমণের সামনে হিমসিম খেতে হয় অজিদের৷ ওপেনার ব্যাঙ্কক্র্যাফ্ট ফেরেন পাঁচ রানে৷ তিন নম্বরে নেমে উসমান খাজার সংগ্রহ মাত্র ১৪ রান৷ এরপর ওয়ার্নার-স্মিথের ৫৬ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায়৷
সহঅধিনায়ক বাঁ-হাতি ওয়ার্নার ৫১ রানের ঝকঝকে ইনিংস খেললেও বড়ে রান হাঁকাতে ব্যর্থ৷ ওয়ার্নার সাজঘরে ফিরলে শন মার্সকে সঙ্গী করে চতুর্থ উইকেটে ৫৬ রান যোগ করেন স্টিভ স্মিথ৷ অজি অধিনায়কের ইনিংস থামে ৫৬ রানে৷ ১১টি বাউন্ডারির সাহায্যে ইনিংস সাজান স্মিথ৷ ৪০রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যোগ্য সংগত দেন শন মার্স৷ মিচেল মার্স ৩২ ও টিম পেইন ২১ রানে ক্রিজে রয়েছেন৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর