ভারতের মারাঠা ক্রিকেট লিগ থেকে নাম তুলে নিতে চলেছেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকর৷ আসন্ন মুম্বাই টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলতে দেখা যাবে না তাকে৷
অর্জুন জানিয়েছেন,নিজের বোলিং অ্যাকশনের পিছনে আরও কিছুটা সময় দিতে চান তিনি৷ পরীক্ষা-নিরীক্ষাও করতে চান বোলিং অ্যাকশন নিয়ে৷ সেকারণে মুম্বাই ক্রিকেট লিগে না খেলার ভাবনা তার৷ ২০১৭-১৮ অনূর্ধ্ব-১৯ কুচবিহার ট্রফিতে দুর্দান্ত পারফর্ম্যান্স করে ২ বার পাঁচ উইকেট নিয়েছেন অর্জুন৷
জানা গেছে, বাবা শচীন টেন্ডুলকারের সঙ্গে এবিষয়ে আলোচনা করেই লিগ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন৷ এ বছর মুম্বাই ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের ভূমিকায় দেখা যাবে মাস্টার ব্লাস্টার্স শচীনকে৷ ১১ মার্চ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, চলবে ২১ মার্চ পর্যন্ত৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর