সময়টা মোটেও ভালো যাচ্ছে না আর্সেনালের। পাঁচ দিনের মধ্যে তাদের দ্বিতীয়বার হারের স্বাদ দিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এবার গানারদের তাদেরই ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিল সিটিজেনরা। সেই সাথে সিটিতে নিজের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন কোচ পেপ গার্দিওলা।
এদিন এমিরেটস স্টেডিয়ামে সিটিকে আতিথিয়েতা জানায় আর্সেনাল। তবে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় সফরকারীরা। ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় অতিথিরা। বাঁ দিক থেকে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে লেরয় সানে আড়াআড়ি ক্রস বাড়ান বের্নার্দো সিলভাকে; বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন পর্তুগালের এই মিডফিল্ডার।
এরপর ম্যাচের ২৮তম মিনিটে সানে-আগুয়েরো-সিলভার মিলিত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে সিটি। মাঝ মাঠের বাঁ দিক থেকে দাভিদ সিলভা থেকে পাওয়া বল সানে বাড়িয়েছিলেন আগুয়েরোকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাছ থেকে ফিরতি বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে কাছের পোস্ট দিয়ে পেতর চেককে পরাস্ত করেন স্পেনের মিডফিল্ডার সিলভা।
পরের গোলটি আসে ম্যাচের ৩৩তম মিনিটে। এবারও মাঝমাঠ থেকে আগুয়েরোর বাড়ানো বল কেভিন ডি ব্রুইনের পা হয়ে পেয়ে যান কাইল ওয়াকার। ইংল্যান্ডের এই মিডফিল্ডারের আড়াআড়ি ক্রস থেকে পাওয়া বল জালে পৌঁছে দিয়ে স্কোরলাইন ৩-০ করেন জার্মান মিডফিল্ডার সানে।
লিগে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২৪ জয় ৩ ড্র ও মাত্র এক হারে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আর্সেনাল।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৮/ওয়াসিফ