শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ব্যাকফুটে টাইগাররা। দ্রুতই চার উইকেট হারিয়ে পুরোপুরি এলোমেলো টিম বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ পাওয়ার প্লের ১৩ ওভার শেষে চার উইকেটে ৮৫। লিটন দাস ২৫ ও সাব্বির রহমান ৬ রানে ব্যাট করছেন।
সবশেষ আউট হন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। ৮ বলে ১ রান করে শারদুল ঠাকুরের বলে বিজয় শংকরের তালুবন্দি হন তিনি। এর আগে রিভিউ আবেদন করে মুশপিককে আউট করে ভারত। নবম ওভারে বিজয় শংকরের বল গ্লাভসবন্দি করেই জোরালো আবেদনের সঙ্গে রিভিউর ইঙ্গিত দেন উইকেটরক্ষক দিনেশ কার্তিক। রিপ্লেতে দেখা যায়, বল ছুঁয়েছে মুশফিকের ব্যাট। সিদ্ধান্ত পাল্টে আউটের সিগন্যাল দেখান আম্পায়ার।
রিভিউ নিয়ে এলবিডব্লু আউটের হাত থেকে বেঁচে গিয়ে ইনিংসটা লম্বা করতে পারেননি তামিম ইকবাল (১৫)। টানা দু’টি চার মেরে শারদুল ঠাকুরের করা পঞ্চম ওভারের শেষ বলের বাউন্সারে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন। তৃতীয় ওভারে জয়দেব উনাদকাতের বলেও একই জায়গায় ধরা পড়েন সৌম্য সরকার (১৪)।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
অপরিবর্তিত ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, রিশভ প্যান্ট, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ