শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১৩৯ রান করেছে টিম বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভারতের বোলিং তোপে পড়ে টাইগার ব্যাটিং লাইনআপ। অবশেষে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারতকে ১৪০ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
ব্যাট হাতে সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। ৩০ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে আউট হন সাব্বির রহমান। তামিম ইকবাল ১৫, সৌম্য সরকার ১৪, মুশফিকুর রহিম ১৮, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১, মেহেদী হাসান মিরাজ ৩ রানে বিদায় নেন। ৮ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।
এদিকে ভারতের দুই পেসার জয়দেব উনাদকাত তিনটি ও বিজয় শংকর দু’টি উইকেট লাভ করেন। একটি করে নেন শারদুল ঠাকুর ও স্পিনার যুজভেন্দ্র চাহাল। রানআউট হন রুবেল হোসেন (০)।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
অপরিবর্তিত ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, রিশভ প্যান্ট, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ