পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম একজন সেরা খেলোয়াড় শোয়েব মালিক। ক্রিকেটের তিন ফরমেটেই তিনি বহুবার নিজেকে মেলে ধরেছেন, প্রমাণ করেছেন নিজের দক্ষতা। আর তারই জের ধরে এবার পাকিস্তানের প্রথম ক্রিকেটার হয়ে দুর্দান্ত এক মাইফলক স্পর্শ করলেন তিনি। দেশের হয়ে ৩০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে রেকর্ড গড়েছেন এই তারকা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে তিনি এই কোটা পূর্ণ করেন।
৩৬ বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তান জাতীয় দলসহ বিভিন্ন দেশের ১৫টি ভিন্ন ভিন্ন দলের হয়ে এই ৩০০ ম্যাচ খেলেছেন। পাশাপাশি বিভিন্ন দলকে ৯৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়, শোয়েব মালিক পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের একজন। জাতীয়, আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের লিগে খেলে তিনি মোট ৭ হাজার ৬৫৩টি রান করেছেন। টি-টোয়েন্টিতে তার কোনো সেঞ্চুরি না থাকলেও ৪৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ৯৫।
বিডি প্রতিদিন/৯ মার্চ, ২০১৮/ওয়াসিফ