ভারতীয় দলের ক্রিকেটার মোহম্মদ শামির বিরুদ্ধে ওঠা নারী নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগের তদন্ত করবে কলকাতার লালবাজারের গোয়েন্দা বিভাগ। শুক্রবার একথা জানান কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীন ত্রিপাঠি।
তিনি জানান, গোয়েন্দা বিভাগের অন্তর্গত উইমেন্স গ্রিভেন্স সেল শামি ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত করবে। যেহেতু এক্ষেত্রে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, তাই এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের উইমেন্স গ্রিভেন্স সেলকে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার লালবাজারে গিয়ে গোয়েন্দা প্রধানের কাছে শামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী হাসিন জাহান। সেই অভিযোগপত্রটি রাতেই যাদবপুর থানায় পাঠিয়ে দেয় লালবাজার। তার ভিত্তিতেই শামিসহ তার পরিবারের মোট পাঁচজনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, খুনের চেষ্টা, মারধর, ভয় দেখানোসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে যাদবপুর থানার পুলিশ। লালবাজারের কর্মকর্তাদের নির্দেশে, আজ শুক্রবারই এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর