মোহম্মদ শামির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সংবাদ মাধ্যম থেকে শুরু করে খেলার জগত। আর এবার তার সঙ্গে জড়িয়ে গেল বলিউডও। কারণ বিরাট কোহলির মতোই এক বলিউডি অভিনেত্রীকে শামি বিয়ে করতে চেয়েছিলেন বলে দাবি হাসিনের।
তবে শুধু যৌন কেলেঙ্কারিই নয়, ম্যাচ ফিক্সিং, প্রতারণা, নির্যাতন, থেকে শুরু করে পরকীয়া, খুনের চেষ্টা, ধর্ষণ এমনই গুরুতর অভিযোগ শামির বিরুদ্ধে আনে হাসিন। আর সেইসব অভিযোগের ভিত্তিতেই শামির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
হাসিনের দাবি, শামি এক অভিজাত পরিবারের এক অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন। যদিও সেই অভিনেত্রীর নাম প্রকাশ্যে আনেননি হাসিন। আর তাতেই জল্পনা আরও বেড়ে গেছে। তবে হাসিন নাকি আভাস দিয়েছে জানিয়েছেন সেই অভিনেত্রী মুম্বইতেই থাকেন।
লিখিত অভিযোগে হাসিন জানান, শামি এবং তার পরিবারের সদস্যরা তাকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কারণ শামি অন্য একজনকে বিয়ের পরিকল্পনা করছিলেন। শুধু তাই নয়, এক পাকিস্তানি নারীর সঙ্গে শামির সম্পর্কের বিষয়েও জোর দিয়েছেন হাসিন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর