ক্রিকেটার মোহম্মদ শামির বিরুদ্ধে তার স্ত্রী একের পরে এক অভিযোগে তুলছেন। পরকীয়া, অশ্লীল যৌনাচার, স্ত্রী নির্যাতনসহ নানা চাঞ্চল্যকর অভিযোগ সামির বিরুদ্ধে। এবার প্রকাশ্যে এলো নতুন খবর, শামি নাকি আত্মহত্যাও করতে গিয়েছিলেন।
ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মোহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান বলেন, ‘‘আমার সঙ্গে আলাপ হওয়ার বহু আগেই শামি মামির ননদের মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল পাঁচ বছরের জন্য। তাকে বিয়ে করার জন্য শামি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল। পরিবার বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই বিয়ে হয়নি।’’ এরপরে হাসিন আরও বলেন, ‘‘সামির সঙ্গে থাকার জন্য ওর কথামতো সমস্ত কাজ করেছিলাম। মডেলিং ছেড়ে দিয়েছিলাম''। তিনি আরও বলেন, ''শামিকে ডিভোর্স দেব না শেষ নিঃশ্বাস পর্যন্ত। ওর বিরুদ্ধে সমস্ত অভিযোগের প্রমাণপত্রও রয়েছে। কোর্টে নিয়ে যাবই শামিকে।’’
বিডি প্রতিদিন/এ মজুমদার