নিদাহাস টি-২০ টুর্নামেন্টে নিজেদের ম্যাচে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশে। অথচ দেশ ছাড়ার আগে ঘুরে দাঁড়ানোর পাইপলাইনে ওঠাই ছিল ক্রিকেটারদের টার্গেট। সেই টার্গেটেই আজ শনিবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন মাহমুদুল্লাহরা। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সন্ধ্যায় সাড়ে ৭টায় মাঠে নামবে টাইগার বাহিনী।
টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে আবার বাংলাদেশের জয়টাও বড় প্রয়োজন। কেননা উদ্বোধনী ম্যাচে ভারতকে হারিয়ে নিদাহাস ট্রফির ফেবারিট দল হিসেবে শুরু করেছে শ্রীলঙ্কা। আর ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে বাংলাদেশ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ/আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ/আবু জায়েদ রাহি/আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৮/এনায়েত করিম