নিদাহাস ট্রফিতে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত কারণে পণ্ড হতে পারে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠ ইতোমধ্যেই বৃষ্টির কারণে পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: ধানুশকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, দাশমান্থা চামিরা, নুয়ান প্রদিপ।
বিডিপ্রতিদিন/ ১০ মার্চ, ২০১৮/ ই জাহান