নিদাহাস ট্রফিতে লঙ্কান ব্যাটসম্যানদের সামনে যেন অসহায় হয়ে পড়েছেন তাসকিন-মুস্তাফিজ-রুবেল। তবে ১৪তম ওভারের হঠাৎ ত্রাতা হয়ে হাজির হলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওভারের প্রথম বলে ছক্কার মার খেলেও পরের পাঁচ বলেই তুলে নিলেন দুই উইকেট।
এর আগে লঙ্কান ওপেনার ধানুশকা গুনাথিলাকাকে সরাসরি বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে। তবে একাদশও অপরিবর্তিত রেখেছে দু'দলই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: ধানুশকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, দাশমান্থা চামিরা, নুয়ান প্রদিপ।
বিডিপ্রতিদিন/ ১০ মার্চ, ২০১৮/ ই জাহান