শাকিব খান। ঢালিউড সুপারস্টার তিনি। তবে এখন শুধু ঢালিউডেরই নায়ক নন তিনি। দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরতে করে যাচ্ছেন নিরলস চেষ্টা।
অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে খেলে যাচ্ছেন। হয়েছেন জয়ী। আর তাইতো নিজের সহ যোদ্ধাদের শুভেচ্ছা জানাতে ভুলেননি শাকিব খান।
টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের রেকর্ড গড়া এক জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ম্যাচে ২১৫ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করে জিতেছে টাইগাররা। শ্রীলঙ্কাকে ২ বল আর ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ।
জয়ের পর পরই শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলা দেশের পতাকার ছবি দিয়ে বিজয়ের চিহ্ন দিয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, শাকিব খান বর্তমানে কলকাতায় 'ভাইজান এলরে' ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৮/আরাফাত