ইংলিশ প্রিমিয়ার লিগের ৩০ নম্বর ম্যাচে ফরোয়ার্ড মাকোর্স ব়্যাশফোর্ডের জোড়া গোলে লিভারপুলকে হারাল ম্যানইউ। সাথে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দুই নম্বরে থাকল দলটি।
প্রিমিয়ার লিগে লিভারপুলের মাঠে প্রথম সাক্ষাতে গোল শূন্য অবস্থায় ড্র করেছিলে দল দুটি। শনিবার ফিরতি ম্যাচে ওল্ড ট্রাফোর্ডের হোম গ্রাউন্ডে লিভারপুলকে ২-১ এ হারাল হোসে মরিনহোর দল। এবারও কোন গোল করতে পারেননি সাদিও মানরা।
তিনটি গোলই করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। ১৪ মিনিট ও ২৪ মিনিটে ম্যান ইউর হয়ে লিভারপুলের জালে বল জড়িয়ে দেন ব়্যাশফোর্ডে। এরপর ৬৬ মিনিটে সাদিও মানের ক্রশ আঁটকাতে গিয়ে ফ্লিক করে বল নিজেদের জালেই ঠেলে দেন ইউনাইটেডের ডিফেন্ডার এরিক বেইল। তার আত্মঘাতী গোলেই ম্যাচের একমাত্র গোল পায় লিভারপুল।
এরিক ভুল করলেও অনবদ্য দুটি গোল করে দলকে জয় এনে দিয়েছেন ব়্যাশফোর্ড। খেলার প্রথমার্ধে ১৪ মিনিটে লুকাকুর হেড থেকে বল নিজের দখলে নেন ফোর্ড। বিপক্ষ দলের ডিফেন্স ভেদ করে ডান পায়ের লম্বা শটে বল জালে পোরেন এই ইংরেজ ফরোয়ার্ড। এরপর ২৪ মিনিটে ডি বক্সে বল পেয়ে সহজেই ম্যান ইউর হয়ে দ্বিতীয় গোলটি করেন ব়্যাশফোর্ড।
এই জয়ের সাথ ইপিএলে ৩০ ম্যাচে ২০ জয় ও ৫ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে দু'নম্বরে থাকল ম্যান-ইউ। তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি ২৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৮/আরাফাত