শ্রীলঙ্কায় চলছে ত্রিদেশীয় সিরিজ। বিরাট কোহলির মতো ভারতের অনেক তারকাই এই মুহূর্তে বিশ্রামে। এরপর শুরু হতে চলেছে আইপিএল। এই পরিস্থিতিতে কেএল রাহুল জানিয়ে দিলেন, আগামী তিন মাস তিনি অত্যন্ত শান্তিতে কাটাবেন। কারণ, এই তিন মাস একজন ক্রিকেটারের সঙ্গে এক দলে খেলতে হবে না তাকে।
কেবল তিনি নন, তার সঙ্গে সুর মিলিয়েছেন দীনেশ কার্তিকও। তিনিও জানাচ্ছেন, সেই সতীর্থ ক্রিকেটারটিকে তিনি মোটেই মিস করছেন না। কেবল তাই নয়, সেই সতীর্থকে ‘ডিভা’ বলেও উল্লেখ করেন তারা। প্রসঙ্গত, সুন্দরী নারীদেরকে এই নামে ডাকা হয়। আর এর সবটাই তারা নির্দ্বিধায় জানালেন ক্যামেরার সামনে।
ব্যাপারটা খোলসা করে বলাই যাক। ঘটনা হল, পুরো ব্যাপারটাই আসলে নিখাদ রসিকতা। কার্তিক ও রাহুল মিলে আসলে ‘লেগ পুল’ করছেন হার্দিক পান্ডিয়ার। আসলে হার্দিকই কার্তিক-রাহুল উল্লিখিত ‘ডিভা’! দীনেশ ও রাহুল মিলে জানিয়েছেন, শ্রীলঙ্কায় যেহেতু হার্দিক নেই, তাই তারা বেজায় শান্তিতে সময় কাটাচ্ছেন। গোটা দলের কেউই মিস করছেন না হার্দিককে।
কারণটাও জানিয়ে দেন তারা। কার্তিক মজার সুরে বলেন, ‘‘সময়টা খুবই শান্তিপূর্ণ, কারণ ও (হার্দিক) একজন দিভা। ও সব সময় মনোযোগ আকর্ষণ করতে চায়। সবাই আমার দিকে তাকাও! সবাই আমার কথা শোনো! আরে, আমরা আগ্রহী নই। আমরা তোমায় চাই না ভাই।’’
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর