ইতিহাস গড়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে উড়িয়ে দিয়ে অবশেষে জয়ের দেখা পেল টাইগাররা।
শনিবার শ্রীলঙ্কার দেওয়া ২১৫ রানের টার্গেটে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ। এটিই বাংলাদেশের সবচেয়ে বেশি রান টপকিয়ে জয়। এই জয়ে বড় ভূমিকা রাখে মুশফিকুর রহিমের এক অসাধারণ দাপুটে ইনিংস।
মুশফিকের হার না মানা ৭২ রানের ইনিংসের ওপর ভর করেই দারুণ জয় পায় বাংলাদেশ। এছাড়া তামিম ইকবাল ৪৭ ও লিটন দাস ৪৩ রান করেন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর