আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার নৈপুণ্যে উদিনেজের বিপক্ষে জয় পেয়েছে জুভেন্টাস। এদিন জোড়া গোল করেছেন দিবালা। রবিবার ঘরের মাঠে ২-০ গোলের জয় পায় হিগুয়েনরা।
ম্যাচের ২০তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন দিবালা। প্রায় ২২ গজ দূর থেকে চমৎকার ফ্রি-কিকে সামনের রক্ষণ প্রাচীরের উপর দিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্বদেশি স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা। চলতি লিগে এটা তার ১৭তম গোল।
এদিকে ২৭ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে জুভেন্টাস। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে নাপোলি।
বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান