ভারতীয় দলের পেসার মহম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহান বিতর্কে নয়া মোড়। এবার মুখ খুললেন হাসিন জাহানের সাবেক স্বামী। এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে হাসিনের সাবেক স্বামী সঈফুদ্দিন হুসেন জানান, ‘‘আমার স্কুল জীবনের ভালবাসা ছিল হাসিন। ২০০২ সালে আমাদের বিয়ে হয়। দুই সন্তানও রয়েছে আমাদের। তবে হাসিন নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল।’’
শামির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে তারকা পেসারের ক্যারিয়ারই কার্যত ধ্বংস করে দিয়েছেন হাসিন জাহান। শ্লীলতাহানি, অশ্লীল যৌনাচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, ম্যাচ গড়াপেটা, ধর্ষণ একের পর এক অভিযোগে বিধ্বস্ত সামি। বোর্ডের কন্ট্র্যাক্ট লিস্ট থেকে বাদ পড়েছেন। আইপিএল ক্যারিয়ারও প্রশ্নের মুখে তার। যদিও সামি প্রকাশ্যে স্ত্রীর করা সকল অভিযোগই নস্যাৎ করে দিয়ে বলে দিয়ে বলেছেন, ‘‘গভীর ষড়যন্ত্র চলছে।’’
হাসিনের সাবেক স্বামী সঈফুদ্দিন হুসেন বর্তমানে বীরভূমে একটি স্টেশনারি দোকান ‘বাবু স্টোর্স’ চালান। স্কুল জীবন থেকেই দুজনের প্রেমের সূত্রপাত। দশম শ্রেণিতে পড়ার সময় গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জনে। বছর ষোলো আগে বিয়েও করেন হাসিন-সঈফুদ্দিন। দুই সন্তানও হয় দম্পতির। তবে বিয়ে বেশিদিন টেকেনি। ২০১০ সালে বিচ্ছেদ ঘটে।
কেন ছেড়ে দিল হাসিন সেই প্রশ্নের জবাবে সঈফুদ্দিন বলেছেন, ‘‘জানি না, কেন আমাকে ছেড়ে চলে গেল ও। হাসিন বরাবরই উচ্চাকাঙ্খী। বর্তমানে তার সঙ্গে কোনও যোগাযোগ নেই আমার।’’ তবে সঈফুদ্দিনের দাবি, দুই কন্যার সঙ্গেই যোগাযোগ রয়েছে হাসিনের। পাশাপাশি তার আরও দাবি, যদি শামি ভুল করে কিছু করে থাকেন, তাহলে নির্ঘাত শাস্তি পাবেন তিনি।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর