মাস্টার ব্লাস্টারের মুকুটে যোগ হলো নতুন পালক। পুরস্কৃত হল শচীন টেন্ডুলকরের বায়োপিক 'শচীন, আ বিলিয়ন ড্রিমস'।
অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশনে বায়োগ্রাফিক্যাল ডকু-ড্রামা 'শচীন, আ বিলিয়ন ড্রিমস' অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার জিতেছে। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল এই ছবি।
শচীনের শৈশব থেকে শিবাজি পার্কে ক্রিকেটের হাতেখড়ি, ২০১১ সালে বিশ্বকাপ জয়ের স্মরণীয় মুহূর্ত থেকে ২০১৩ সালে ক্রিকেটকে বিদায়, ক্রিকেট ইশ্বর শচীন টেন্ডুলকরের জীবনের নানা অধ্যায় নিয়ে ডকু ড্রামা তৈরি করেছিলেন জেমস এরিকসন।
হিন্দি,ইংরেজি,মারাঠি, তেলেগু,তামিল পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া শচীনের বায়োপিক বক্সঅফিসেও হিট। অনুপ্রেরণামূলক সেই ডকু-ড্রামা এবার মন জিতল সমালোচকদেরও।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর