ভারতীয় ক্রিকেটার শামির সঙ্গে ফের সংসার করার প্রশ্নে রবিবার সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় নিজের কথা ব্যাক্ত করলেন তার স্ত্রী হাসিন জাহান। তিনি জানালেন, ''গত চার বছর ধরে অন্যয় করে গেছে, আমি তাকে বোঝানোর চেষ্টা করে গেছি। তবে এখন যখন মুখ খুলেছি তখন শামির সঙ্গে সমঝোতা করার কোনও প্রশ্নই নেই।''
এদিন হাসিন জাহান সাংবাদিক সম্মেলনে জানান, ''শামি ছক কষেই আমার সঙ্গে ভালো ব্যবহার করছিল। আর হলির সময় শামির সঙ্গে দেওয়া আমার সাক্ষাৎকার তারই প্রমাণ। যখনই তার মোবাইল ফোন আমার হাতে আসে, আর আমি মুখ খুলি তখন থেকেই ও আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। আমার ফোন তোলা বন্ধ করে দেয়।"
হাসিন আরও বলেন, "গত ৫ বছর ধরে অনেক সহ্য করেছি। আর নয়। এখন যদি আমি শামির সঙ্গে সমঝোতার কথা বলি, তখন শামি বলবে ওর নয়, আমার দোষ ছিল। তাই সমঝোতার কোনও প্রশ্নই নেই। তবে সত্যিই যদি ও ঘর বাঁচাতে চায়, তাহলে আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ঘর বাঁচানোর কথা ওঠে তাহলে আমি ভেবে দেখব। কারণে সংসার তো আমি কখনওই ভাঙতে চাইনি।''
এদিন পুলিশের সহযোগিতার প্রশ্নে হাসিন বলেন, পুলিশের সহযোগিতায় তিনি সন্তুষ্ঠ, এখন আর তার নিজেকে একা মনে হচ্ছে না। তবে এখন থেকে তিনি তার আইনজীবী যা বলবেন সেই পথেই চলবেন। তার কথায়, শামির ফোন আমার হাতে না এলে ও এতদিনে উত্তরপ্রদেশ ফিরে যেত এবং আমাকে বিবাহবিচ্ছেদের নোটিসও পাঠিয়েও দিত।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর