এবি ডি ভিলিয়ার্সের শতরানের পর বল হাতে দুরন্ত রাবাদা অজিদের দ্বিতীয় ইনিংসে ধস নামিয়েছেন শুরুতেই৷ মিচেল মার্শকে সঙ্গী করে উসমান খাজা প্রতিরোধ না গড়লে তিন দিনেই ম্যাচের দখল নিতে পারত প্রোটিয়ারা৷ খাজার লড়াইয়ের পরেও তৃতীয় দিন শেষেই জয়ের গন্ধ পাচ্ছে দক্ষিণ আফ্রিকা শিবির৷
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৪৩ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেটে ২৬৩ রান তুলেছিল৷ ডি ভিলিয়ার্স অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৭৪ রানে৷ তা পর থেকে খেলতে নেমে প্রোটিয়ারা তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৮২ রানে৷ ডি ভিলিয়র্স ১২৬ রান করে অপরাজিত থাকেন৷ ফিলেন্ডার ৩৬ ও কেশব মহারাজ ৩০ রান করেন।৷
প্রথম ইনিংসের নিরিখে ১৩৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে৷ মাত্র ৮৬ রানের মধ্যে টপ অর্ডারের চার জন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে তারা৷ বেলক্রফ্ট ২৪, ওয়ার্নার ১৩, স্মিথ ১১ ও শন মার্শ ১ রান করে আউট হন। এরপর মিচেল মার্শকে সঙ্গে নিয়ে উসমান খাজা পঞ্চম উইকেটের জুটিতে ৮৭ রান যোগ করেন৷ শেষে ব্যক্তিগত ৭৫ রানের মাথায় রাবাদার বলে লেগবিফোর হয়ে সাজঘরে ফেরেন তিনি৷
টিম পেইনকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন মিচেল মার্শ৷ আপাতত তৃতীয় দিনের শেষ অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছে৷ মার্শ ৩৯ ও পেইন ৫ রানে ব্যাট করছেন৷ দক্ষিণ আফ্রিকার থেকে অস্ট্রেলিয়ার লিড এই মুহূর্তে ৪১ রানের৷ বাকি পাঁচ উইকেটে প্রোটিয়াদের সামনে জয়ের লক্ষ্য কতটা বাড়িয়ে রাখতে পারে অজিরা, সেটাই এখন দেখার৷
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া রাবাদা প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন তিনটি উইকেট৷ একটি করে উইকেট মহারাজ ও এনগিদির৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর