নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার দেওয়া ২১৫ রান তাড়া করতে নেমে টাইগারদের ২ ওভারে ১৯ রানের প্রয়োজন। ওই সময়ই আউট হন সাব্বির রহমান। ১৮তম ওভারের দ্বিতীয় বলে ফার্নান্দোর দেওয়া ইয়র্কার বলে রান নিতে গিয়ে আউট হন তিনি।
সাব্বিরের এমন আউটে ক্ষিপ্ত বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, সবার সামনেই ওকে বলেছি, তোমাকে সিঙ্গেল নিতে পাঠানো হয়নি, তোমাকে পাঠিয়েছি ছক্কা মারতে। তোমাকে মারতে হবে, ব্লক করেছ কেন? হলে হবে, না হলে নাই।
শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিং জুটিতে তামিমের সঙ্গে সৌম্যর বদলি দেখা যায় লিটন কুমার দাসকে। মূলত পরিকল্পনা অনুযায়ী সৌম্যর বদলি তামিমের সঙ্গী হিসেবে পাঠানো হয় লিটনকে।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ফারজানা