ক্রিস লিনের চোট নিয়ে ইতোমধ্যেই সংশয়ে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স। এরই মধ্যে ক্যালিসের দলের জন্য খারাপ খবর শোনালেন অজি স্পিড স্টার মিচেল জনসন। জিমে গিয়ে মাথা ফেটেছে এই বাঁ হাতি তারকা পেসারের। সেই কাটা মাথায় পড়েছে ১৬ টি সেলাই।
দুর্ঘটনার ছবি নিজের ইনস্টা প্রোফাইলে পোস্ট করেছেন এই সাবেক মুম্বাই তারকা। সেই পোস্টে মিচেল জনসন জানিয়েছেন, "আপনি যদি রক্ত দেখতে ভয় পান এবং কাটাছেড়া অপছন্দ করেন তাহলে এই ছবি একেবারেই দেখবেন না। আমি জানি, নিজের সঙ্গে একেবারেই ভাল করিনি।" যদিও জনসন জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন।
উল্লেখ্য, আগামী মাসেই আইপিএল খেলতে ভারতে আসার কথা মিচেল জনসনের। মুম্বাইয়ের বদলে এবার তার দল কেকেআর। যদিও মুম্বাই ছাড়াও প্রীতির পাঞ্জাবেও খেলেছেন তিনি। এরই মধ্যে কলকাতা ফ্যানদের মধ্যে চিন্তা বাড়াল স্টার্কের সতীর্থের আঘাত। কাঁধের চোটের কারণে আগেই মন খারাপ করে বসে আছে নাইট শিবির। এবার আবার মিচেল জনসনের মাথায় আঘাত।
তবে চিকিৎসকদের মতে, দু'সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এই অজি স্পিড স্টার।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর