টি-২০ ফর্ম্যাটে ধোনিকে টপকাতে সুরেশ রায়নার দরকার ছিল ১৯ রান। সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি চার ও দু’টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস খেলে সেই লক্ষ্যে পৌঁছে যান রায়না।
টি-২০ আন্তর্জাতিক ক্যারিয়ারে ধোনির সংগ্রহ ১৪৪৪ রান। প্রেমদাসার আক্রমণাত্মক ইনিংসের পর রায়নার সংগ্রহ এখন ১৪৫২ রানে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের নিরিখে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে উঠে এলেন রায়না। ধোনি চলে গেলেন চার নম্বরে।
ভারতীয়দের মধ্যে এক নম্বরে রয়েছেন দলনায়ক বিরাট কোহলি। তার ঝুলিতে রয়েছে ১৯৮৩ রান৷ সার্বিকভাবে ক্রিকেট বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক টি-২০ রান সংগ্রহকারী বিরাট। মার্টিন গাপ্টিল ২২৭১ রান সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। দু’নম্বরে জায়গা ধরে রেখেছেন সাবেক কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তার ঝুলিতে রয়েছে ২১৪০ রান। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি ১৭০৭ রান সংগ্রহ করেছেন টি-২০ ইন্টারন্যাশনাল ক্রিকেটে।
কিছুদিন আগেই রায়না তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন। ভারতের জাতীয় দলের হয়ে এই ফর্ম্যাটে যুবরাজ সিং ৭৪টি ও রোহিত শর্মা ৬৯টি ছক্কা মেরেছেন। এ পর্যন্ত টি-২০ ক্রিকেটে রায়না মেরেছেন ৫২টি ছয়।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর