একের পর এক স্ত্রী হাসিন জাহানের আক্রমণে কার্যত দিশেহারা ভারতীয় দলের স্পিড স্টার মোহম্মদ শামি। সব ঝামেলা মিটিয়ে হাসিনের সংসারেই ফিরতে চান, শামির এই দাবি উড়িয়ে হাসিন জাহানের বিস্ফোরক অভিযোগ, হোয়াটসঅ্যাপ কল করে তাকে রীতিমত হুমকি দিচ্ছেন শামি।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হাসিন বলেন, "শামি আমাকে মেসেজ করেছিল। বেবোর (মেয়ে) সঙ্গে কথা বলবে বলে জানায়। আমি ২০১২ থেকে শামির সঙ্গে মেসেজে কথা বলি। আমি শামির মেজাজ, কথা বলার ধরন সম্পর্কে ওয়াকিবহল। শামি নিজের মোবাইল থেকে অন্য কাউকে দিয়ে মেসেজ করাচ্ছে। আমি তখন বলি, আপনি বেবোর খেয়াল করলে এমন কাজ কখনই করতেন না।"
আরও একধাপ এগিয়ে হাসিন অভিযোগ করে জানান, শামি তাকে হুমকি দিচ্ছেন। হাসিনের দাবি, শামি হুমকির সুরে তাকে বলেছেন, "কী চাইছো? সব কিছু মিটিয়ে নাও।"
এখানেই শেষ নয়। হাসিনের আরও দাবি, শামি প্রতিহিংসা মূলক আচরণ করছে। মোহম্মদ শামি অন্য কোনও পরিকল্পনা করছে বলেও বিস্ফোরক দাবি তাঁর। একই সঙ্গে হাসিন জাহান সাংবাদিকদের জানিয়েছেন, শামি নিজের ক্রিকেট ক্যারিয়ার বাঁচাতেই এই সব করছেন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর